করনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় গাইবান্ধায় চলছে বিধিনিষেধ সাপেক্ষে সরকার ঘোষিত লকডাউন। ইঞ্জিনচালিত রিক্সা চলাচলের অনুমোদন থাকলেও নেই ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি চালনায়। কিন্তু কে শুনে কার কথা। লকডাউন দ্বিতীয় দিন পেটের তাগিদে সরকারি নির্দেশ অমান্য করে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তায় চলাচল করতে দেখা গেছে ইঞ্জিনচালিত রিক্সার পাশাপাশি অটো রিক্সা ও সিএনজি। লকডাউন বাস্তবায়নে শহরে যত্রতত্র যানবাহন ঠেকাতে মাঠে কাজ করছে গাইবান্ধা ট্রাফিক পুলিশ ইনচার্জ নূর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার তৌহিদ, রেজা সহ অন্যান্য ট্রাফিক সদস্যরা।
গাইবান্ধা শহর ঘুরে দেখা গেছে, শহরে যত্রতত্র যানবাহন ও মানুষ প্রবেশ ঠেকাতে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ও সাদুল্লাপুর রোডের খানকাহশরীফ মোড়ে জেলা পুলিশ পক্ষ থেকে চেকপোস্ট বসাতে দেখা গেছে। এই কারনে শহরে প্রবেশকারী অটোরিক্সা, সিএনজি,মোটরসাইকেল ও মানুষদেরকে পুলিশী বাধার মুখে পড়তে দেখা গেছে। অন্যদিকে লকডাউন সরকারি নির্দেশ অমান্য করে গাড়ি চালনায় ৫ টা সিএনজি ও ৪ টি অটোরিক্সা আটক করেছে গাইবান্ধা ট্রাফিক পুলিশ কর্তব্যরত সদস্যরা।
বিডি গাইবান্ধা/