গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌরশহরের জামালপুর গ্রামের বাসিন্দা চিহিৃন্ত মাদককারবারি খাজা ওরফে নেংড়া খাজাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধার একটি টিম । গতকাল ২৭ জুন রবিবার সকালে জামালপুর গ্রামের নিজ বতবাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান । তিনি বলেন খাজা ওরফে নেংড়া খাজা কে থানা পুলিশ একাধিকবার মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে । এরপর আবারো জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে সর্বদা কাজ করে যাচ্ছে পলাশবাড়ী থানা পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, চিহিৃন্ত মাদক কারবারি খাজা ওরফে নেংড়া খাজা পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের বাসিন্দা মৃত সুটকু মিয়ার ছেলে । তার বিরুদ্ধে ৫ টির অধিক হাতে নাতে গ্রেফতার হওয়া মামলা রয়েছে বলে জানা যায়।
(ছবিটি আগের পলাশবাড়ী থানা পুলিশের হাতে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার হওয়ায় পরে তোলা।)