গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল জলিল সরকারের ১২ তম মৃত্যু বার্ষিকী ২৬ জুন ২০২১ইং তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি সর্বদা অবিচল আস্থাভাজন যিনি ছিলেন তিনি হলেন মরহুম আব্দুল জলিল সরকার। জাতিরজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যিনি জীবন বাজি রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের জন্য পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশ ছাত্রলীগ সুন্দরগঞ্জ থানা শাখার তৎকালীন সফল সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, তৎকালীন গাইবান্ধা মহুকুমা ছাত্রলীগের সফল ও ন্যায়, নিষ্ঠাবান সংগ্রামী সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সফল সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সফল ও ন্যায়নিষ্ঠাবান সিনিয়র সহ সভাপতি হিসাবে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ এর প্রধান শিক্ষক হিসাবে একটানা ৩৫ বছর সততা ও সুনামের সহিত সফলভাবে নিজেকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রেখে দায়িত্ব পালন করে গেছেন এবং এলাকায় গুণীজন হিসাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে যার খ্যাতি এলাকায় সর্বজনবিদিত।পরমশ্রদ্ধেয়,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল সরকার এর ১২ তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করছি।
বিডি গাইবান্ধা /উপ-সম্পাদক,মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)