৭৪তম জন্মদিনে সংস্কৃতিকর্মী, সংগঠক, ভক্ত অনুরাগী ও সাংবাদিক সহকর্মীদের শ্রদ্ধা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাহিত্যিক-সাংবাদিক বহুমাত্রিক লেখক আবু জাফর সাবু। রোববার সকালে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ।
অনুষ্ঠানে গাইবান্ধা প্রেস ক্লাব, সুরবানী সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, অন্তরঙ্গ থিয়েটার, বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ জেলা শাখাসহ বিশিষ্টজনদের পড়্গ থেকে আবু জাফর সাবুর দীর্ঘায়ু কামনা করে তাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এসময় সুরবানী সংসদের পক্ষ থেকে তাঁকে সম্মাননাপত্রও দেয়া হয়।
এসময় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সহ-সভাপতি দীপক কুমার পাল, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সমাজকল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, সদস্য রেজাউল হক মিতা, রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, আফরোজা লুনা, রিকতু প্রসাদ, শামসুজ্জোহা, সাংস্কৃতিক কর্মী ফারুক শিয়র চিনু, আলমগীর কবির বাদল, স্বপন সাহা, দেবাশিষ দাশ দিপু, সাজু সরকার, কবি সোহেল রানা, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, আকতারুজ্জামান মহব্বত, সাংবাদিক কায়সার রহমান রোমেল, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদে জেলা শাখার শামীম সরকার, রফিকুল ইসলাম প্রমুখ।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন তার স্ত্রী সুফিয়া খাতুন, শালিকা ফারজানা আকতার দিবা, সনত্মান সাংবাদিক আবু কায়সার শিপলু, পুত্রবধু সারাবান তহুরা রূপসা, নাতি আবু সাইমুম স্বচ্ছ, প্রেস ক্লাবের কম্পিউটার অপারেটর আতোয়ার রহমান, সুরবানী সংসদের মতিয়ার রহমান, আব্দুল বারী, জাহিদ হাসান সবুজ, মনোরঞ্জন সরকার, মমিন হক্কানী, রবিউল ইসলাম স্বপন, দেবী সাহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উলেস্নখ্য, আবু জাফর সাবু ১৯৪৮ সালের ২৭ জুন বুধবার পিতা আব্দুর রশিদ ও মাতা লুৎফুন্নেছার ঔরসে গাইবান্ধায় জন্ম গ্রহণ করেন।