গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার নিখোঁজ নৌকার মাঝি সুজন মিয়ার সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে গাইবান্ধা জেলা নৌকা মালিক সমিতি।
আজ রবিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গাইবান্ধা-বালাসীঘাট সড়কের বালাসীঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা নৌকা মালিক সমিতি সভাপতি লিটন মিয়া, এলাকাবাসীর পক্ষে হাফেজ মমিনুল ইসলাম, শামিমা আকতার সুরভী, নিখোঁজ সুজন মিয়ার বাবা আমরুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, একটি দরিদ্র পরিবারের সন্তান নিখোঁজ সুজন মিয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আজ এক সপ্তাহ হয়ে গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কোন সন্ধান দিতে পারেনি। তিনি কোথায় আছেন, কেমন আছেন এটা কেউ জানে না। তাকে না পেয়ে তার পরিবার ও এলাকাবাসী আজ উদ্বিগ্ন। বক্তারা দ্রুত সুজন মিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানান।
উল্লেখ্য, গত ২০ জুন বিকেল পৌনে ৫টার দিকে দুইজন অপরিচিত ব্যক্তি বালাসীঘাট থেকে সুজন মিয়া নামের এক নৌকার মাঝির কাছ থেকে নৌকা ভাড়া নিয়ে খাটিয়ামারী চরের উদ্দেশ্য রওনা দেয়। ওইদিন রাতে সুজন মিয়ার ব্যবহৃত মোবাইল থেকে কল করে পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। তখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি পরিবার। সুজন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকার আমরুল মিয়ার পুত্র। ২১ জুন সুজন মিয়ার বাবা এবিষয়ে ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।