র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০২১ খ্রিঃ সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন বুজরুক পাটানোছা গ্রামস্থ ধৃত আসামী মোঃ হালিম সরকার (৪০), পিতা- মৃত রমজান আলী, সাং- বুজরুক পাটানোছা এর নিজ বাড়ীর গেটের সামনে অভিযান পরিচালনা করে ০৪ (চার) লিটার দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হালিম সরকার (৪০), পিতা- মৃত রমজান আলী, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়াও তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।