বাংলাদেশ আওয়ামীলীগ সংগ্রাম ও গৌরবময় প্রত্যয়ে সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে ৭২তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও এসটিএম রুহুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী,
সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গা,মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য নুরুল হক বকশী, বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ছাত্রলীগের মুশফিকুর রহমান রুবেল, প্রজন্ম লীগের সভাপতি আহসান হাবিব নাহিদ, রসুলপুর ইউনিয়ন সহ সভাপতি মোস্তফা রাশেদীন, নলডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চানমিয়া, সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, জামালপুর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন ফকির, ফরিদপুর ইউনিয়ন সহ সভাপতি আল হেলাল, ধাপেরহাট ইউনিয়নের সাঃ সম্পাদক শফিকুল কবির মিন্টু, সভাপতি জালাল উদ্দীন হিরু, ইদুলপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ভাতগ্রাম ইউনিয়নের সাঃ সম্পাদক খায়রুল ইসলাম, বনগ্রাম ইউনিয়নের লাবলু মিয়া, কামারপাড়া ইউনিয়নের সাঃ সম্পাদক আব্দুল গোফ্ফার, খৌদ্দকোমরপুর ইউনিয়ন সাঃ সম্পাদক মামুন মন্ডল প্রমুখ। এছাড়াও সকল ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন। আলোচনা শেষে কেক কাটা ও আনন্দ মিষ্টি বিতরণ করা হয়।
বক্তারা আগামীদিনে সকল অঙ্গসংগঠনকে নিয়ে দলকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করার আহবান জানান। ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকারের সাথে কোন আওয়ামী লীগ পরিবারের কোন সম্পর্ক থাকবেনা, সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে দেখার দায়িত্ব আওয়ামী লীগের তাই সব কমিটির সদস্য নিতে যাচাই-বাছাই করার দায়িত্ব আওয়ামীলীগের। আগামী দিনে বর্ধিত সভা করার সিদ্ধান্তাও গৃহীত হয় এই সভায়।