গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় দুর্নীতি দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ এই বিষয়কে সামনে রেখে আজ বুধবার (২৩ জুন) বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর আয়োজনে স্ট্রোমি ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার গুনভরি দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতলুবর রহমান ও মঞ্জুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সিডস্ কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর আল ফারুক সরকার মুরাদ, সাংবাদিক রিপন মিয়া প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি দমনে সরকারের ভূমিকাই যথেষ্ট এর পক্ষে যুক্তি উপস্থাপন করে কঞ্চিপাড়া ইউনিয়ন দল এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে উড়িয়া ইউনিয়ন দল। উভয় দলের যুক্তি বিশ্লেষণ করে কঞ্চিপাড়া ইউনিয়ন দলকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।