বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাদুল্লাপুরে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩, সাদুল্লাপুর- পলাশবাড়ী উপজেলার মাননীয় সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে একটি আনন্দ র্যালী বিশেষ রাস্তাগুলো প্রদক্ষিণ করেন।
বুধবার দুপুরে উপজেলা পার্টি অফিস চত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অবঃ) জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কেক কাটিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩, সাদুল্লাপুর- পলাশবাড়ী উপজেলার মাননীয় সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, প্রধান বক্তা নুর আজম মন্ডল নীরব, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মুকুলার রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সদস্য সাইফুল ইসলাম সবু, উপজেলা যুবলীগের সভাপতি শাহ ফজলুল হক রানা, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক এশরাফুল কবির আরিফসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।