অনলাইনে প্রতিদিন, কাগজে সাপ্তাহিক” এই প্রতিপাদ্যে গাইবান্ধায় সাপ্তাহিক গণমানুষের খবর পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
তিনি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- মেধা, শ্রম ও কষ্ট করলে তবেই এগিয়ে যাবেন। যুগের সাথে তাল মেলে চলতে হবে। গাইবান্ধার সমস্যাধি পত্রিকায় তুলে ধরলে তবেই বাস্তবায়িত হবে।
“বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।”
তিনি বলেন-সমাজের যত অসংগতি আছে তা লিখনির মাধ্যমে পত্রিকায় তুলে ধরার আহবান জানান। সে সাথে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
যায়দিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গন মানুষের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম বিপ্লব ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তর পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি গোবিন্দ লাল দাস, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আবু জাফর সাবু, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি গৌতমাশিষ গুহ সরকার, দেশ টিভির প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, আর টিভির প্রতিনিধি ফেরদৌস জুয়েল, দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, এশিয়ান টিভির গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ সালাউদ্দিন কাশেম, ষ্টাফ রিপোর্টার মাসুম লুমেন, প্রতিদিনের সংবাদ গাইবান্ধা প্রতিনিধি মাসুদুর রহমান, রেডিও সারাবেলার বার্তা প্রধান ফারহাদ হাসান, গন মানুষের খবর সহ সম্পাদক শাহীন মিয়া। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা পরবর্তী কেক কাটা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে শুদ্ধাচার পুরস্কায় পাওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান হয়।
বিডি গাইবান্ধা/