মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশ ব্যাপী বাংলাদেশ কৃষকলীগের মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন ও ৫ নং মহদীপুর ইউনিয়ন কৃষকলীগের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচি অংশ হিসাবে ২১ জুন সোমবার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ ভবনে ও মহাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক ও ৩১ গাইবন্ধা ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড,উম্মে কুলছুম স্মৃতি এমপি ৷
এসময় কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিুনল ইসলাম রিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,বরিশাল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান সরকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন,উপজেলা কৃষকলীগের সভাপতি মহব্বতজান চৌধুরী , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জান্নাতুন নবী রিপন,সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন,জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক শান্ত,উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মোহন চন্দ্র, আতোয়ারসহ কৃষককলীগের বিভিন্ন ইউনিট, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি বর্তমান সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজায়ণ ঘেড়া বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন দলীয় নেতাকর্মীদের বৃক্ষ রোপনের আহবান জানান।