গাইবান্ধার সাদুল্লাপুরে তার নিজ গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত হলেন। উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামে ১০ নং কামারপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান সামসুল আলম মাস্টার ২১ জুন সোমবার বাদে যোহরে নুরপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের মাঠে হাজার মানুষের উপস্থিতিতে ২য় জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হয়েছেন। এর আগে কামারপাড়া হাইস্কুল মাঠে ১ম জানাজা সকাল ১১.৩০ টায় অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি ছাড়াও শামসুল আলম পেশায় কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং সেখান থেকে অবসর নেন। নুরপুর পরানলক্ষীপুর সমাজের জামে সমজিদের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব,নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ,ইউপি চেয়ারম্যান সমিতির সদস্য নুরুজ্জামান মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আঃ জলিল,উপজেলা আ’লীগের সদস্য ও মাননীয় এমপির কামারপাড়া প্রতিনিধি রোটারিয়ান শহিদুল ইসলাম বাবলা,মাননীয় এমপির সাদুল্লাপুর প্রতিনিধি এ্যাডঃ আনোয়ারুল আজীম, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মোঃ ফজলুল হক রানাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,সহযোদ্ধা,শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাতসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে লান্সইনফেকশনসহ নানা সমস্যার কারনে ২০ জুন (রবিবার) রাত ৭.৫০ মিনিটে ঢাকায় পপুলার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।