গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১০নং কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম মাস্টার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি রাজেইন)।
রবিবার রাত ৮টার দিকে পপুলার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।তিনি দীর্ঘদিন ধরে লান্সে ইনফেকশনসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। এরআগে, নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে গত সপ্তাহে ঢাকার পপুলার হাসপাতলে তাকে ভর্তি করা হয়।
শামসুল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ। তিনি জানান, ঢাকা থেকে লাশ নিজ বাড়ি কামারপাড়ায় নিয়ে আসছেন তার স্বজনরা। সোমবার সকাল সাড়ে ১১টায় প্রথম জানাজা নামাজ কামারপাড়া হাইস্কুল মাঠ ও দুপুর ২টায় নুরপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পুরাণ লক্ষীপুর তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন হবে।
জনপ্রতিনিধি ছাড়াও শামসুল আলম পেশায় একজন শিক্ষক ছিলেন। কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসর নেন তিনি। এছাড়া সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, শামসুল আলম মাস্টারের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক