হরিজন জনগোষ্ঠীর নিজের ভাষায় তাদের অধিকার ও সৃজনশীলতার চর্চা বিষয়ে রেডিও অনষ্ঠান নির্মাণ ও সম্প্রচারে গাইবান্ধায় হরিজন যুব ও যুব নারীদের নিয়ে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
”কাউকে পেছনে ফেলে নয়” এই স্লোগানকে সামনে রেখে (রোববার) এসকেএস ইন্ এর সারাবেলা মিটিংরুমে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া এ কর্মশালার উদ্বোধন করেন রেডিও সারাবেলা’র ব্যবস্থাপনা কমিটির সদস্য পারভীন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক।
কর্মশালার উদ্বোধনকালে রেডিও সারাবেলা’র ব্যবস্থাপনা কমিটির সদস্য পারভীন আক্তার বলেন, কোন সম্প্রদায়কে কেউ পিছিয়ে রাখে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদেরই কথা বলতে হবে। এই প্রশিক্ষনের মাধ্যমে অংশগ্রণকারীরা নিজের অধিকার সম্পর্কে যেমন সচেতন হবে, তেমনি নিজ সম্প্রদায়কেও এগিয়ে নিতে কাজ করবে বলে মনে করেন তিনি।
কর্মশালায় সেশন পরিচালনায় রয়েছেন সারাবেলার ব্রডকাস্টার ফরহাদ হাসান, আঁখি আক্তার ও মাহফুজ ফারুক।
কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন বিসিআরএ ও ইউএনডিপি।
বিডি গাইবান্ধা/