বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর অনুর্ধ ১৭ বালিকা খেলায় পলাশবাড়ী পৌরসভা নারী ফুটবল টিম গাইবান্ধা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ায় নারী খেলোয়ারদের সংবর্ধণা প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ রবিবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয় চত্বরে পৌরসভার আয়োজনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নারী খেলোয়ার টিম কে সংবর্ধনা প্রদান করেন তিনি।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুস সোবাহন বিচ্চু,কাউন্সিলর মাসুদ করিম প্রধান,পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু নির্মল কুমার মিত্র,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস,পৌরসভা নারী ফুটবল টিমের কোচ সুরুজ হক লিটন, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান সরকার খোকন,উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগণ সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্টাস এ্যাসোশিয়েশন সভাপতি প্রভাষক জহির উদ্দিন হাওলাদার ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম ।