মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্বিতীয় দফায় হতদরিদ্র ২০০ পরিবার নতুন ঘর পেয়েছেন। গতকাল রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো উদ্বোধন করেছেন। এর পর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সুবিধাভোগীদের মাঝে ঘরের জমির কাগজপত্র হস্তান্তর করেন।
নতুন ঘর পেয়ে উপজেলার ২০০ পরিবারে আনন্দের বন্যা বইছে। এনিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অর্থায়নে দুই দফায় এই উপজেলায় মোট ৩৭৯ টি ঘর নির্মাণ করে হতদরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর করা হল।
এই উপলক্ষে উপজেলা পরিষদ হলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, প্রভাষক আব্দুল জলিল সরকার, জিল্লুর রহমান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সাখোয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল ও উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম কামরুল হাসান রনী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে মুজিব বর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের নির্দেশনা মোতাবেক ঘরগুলো তৈরী করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে হতদরিদ্র পরিবারগুলো ঘর পেলেন। সেমিপাকা ঘরগুলো বারান্দাসহ দুই রুম বিশিষ্ঠ। এর সঙ্গে থাকবে রান্নাঘর ও একটি বাথরুম।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ জানান, ভূমিহীন ভিক্ষুক, প্রতিবন্ধি, বিধবা ও স্বামী পরিত্যাক্তাসহ ‘ক’ শ্রেণীর সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এরপরে তাদের অনেককে খাসজমি বন্ধবস্ত দেওয়া হয়। আবার স্থানীয় অনেকে অসহায় এসব পরিবারকে জমিদান করেছেন। সেখানেই ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। পরিবারগুলোর মাঝে জমি সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র হস্তান্তর করা হয়েছে। হতদরিদ্র পরিবারগুলো ঘর পেয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক