গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম খামখেয়ালীপনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের শহীদ সরওয়ার্দী রোডের পৌর পার্কের গ্যারেজ সংলগ্ন পাকা রাস্তাটি। দেখে মনে হয় যেন কাচা রাস্তা। ফলে ব্যাবসায়ী সহ পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর মেয়র সুদৃষ্টি কামনা।
প্রকাশ, গাইবান্ধা শহরের শহীদ সরওয়ার্দী রোডের পৌর পার্কের গ্যারেজ সংলগ্ন রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি হলে রাস্তাটিতে জল ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দেখে মনেই হয়না রাস্তাটি পাকা। যেন কাচা রাস্তায় পরিনত হয়েছে। ফলে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের কাপড় নষ্ট হচ্ছে কাদা দিয়ে। পৌর কর্তৃপক্ষের যেন কোন নজর নেই।
গাইবান্ধা শহরের শহীদ সরওয়ার্দী রোডের পৌর পার্কের “মাহফুজা ইলেক্ট্রিক ব্যবসায়ী ফজু দৈনিক নতুন দিন” পত্রিকার প্রতিবেদককে অভিযোগ করে জানান- গত অর্থ বছরে এই রাস্তাটির কাজ শুরু হয়। নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা বানানোয় রাস্তাটির এখন বেহাল দশা। রাস্তাটি নির্মানে ঠিকাদারের দায়িত্ব পান গোরস্থান পাড়ার জনৈক এক ঠিকাদার। সে তার অভিজ্ঞতা দিয়ে রাস্তার কাজ ভাল ভাবে করতে চেলে তাতে বাধা দেন গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম । তার খামখেয়ালীপনা ও মাতব্বরিতায় রাস্তার কাজ ভাল হয়নি। বর্তমানে বৃষ্টি হলে রাস্তাটিতে জল ও কাদা জমে থাকে। এতে করে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার এই নিম্ন মানের কাজের জন্য শফিউল ইসলাম দায়ী।
তিনি আরো জানান-এই রাস্তার বিষয়ে গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমানকে অবগত করলে তিনি দেখতে আসতে চেয়েও দেখেন নি।
রাস্তাটির বেহাল দশা সংস্কারের জন্য ভুক্তভোগী ব্যবসায়ী ও পথচারীরা পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি গাইবান্ধা/