গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন ৮ নং নাকাই ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার বড় ভাই আবুল হোসেন। ও সেজো ভাই আব্দুল মান্নান।
এর আগেও জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা চলছে আদালতে প্রতিপক্ষের সাথে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নাকাই ইউনিয়নের ডুমর-গাছা
গ্রামের মৃত্যু সেরাজল হক মন্ডল ছেলে আবুল হোসেন তার বড় ছেলে মোজাফফর, ও তার সেজো ছেলে আব্দুল মান্নান, তার বড় ছেলে মফিদুল ইসলাম, সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিগত ১/৯/২০১৮ ইং তারিখে ৯০,০০০/= টাকা স্বাক্ষীগনের উপস্থিতিতে নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত অঙ্গিকারনামা প্রদান বাবদ চার শতক জমি দিবে মর্মে টাকা নেয়।পরবর্তীতে তালবাহানা শুরু করলে গত- ১৬/৭/২০২০ ইং এবং-২৩/৭/২০২০ ইং পরপর আসামি বিরুদ্ধে দুইটি লিগ্যাল নোটিশ দিলেও তা কর্ণপাত করেনি।
পরবর্তীতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে আসামি পক্ষ এবং বাড়ির পিছন রাস্তা বন্ধসহ নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও হুমকি দিতে থাকে।
নিরুপায় হয়ে গত ১০/০৪/২০২১ ইং তারিখে গোবিন্দগঞ্জ থানায় চার জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন, তাঁরা হলেন মৃত সেরাজল হক মন্ডলের ছেলে মোঃ আবুল হোসেন (৬৫) ও তার ছেলে মোজাফফর (২৬) ও তার তৃতীয় ছেলে মান্নান (৫৫) ও তার ছেলে মফিদুল (৩০) সহ একত্রে হয়ে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে আসছে এরই দ্বারাবাহিকতায় জান মাল ক্ষতি ও প্রতিকার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেন মোঃ আব্দুল খালেক।
তবে এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অত্র মামলার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।