সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গাইবান্ধার জুম বাংলাদেশ স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) বিকালে শহরের রেলস্টেশন প্ল্যাটফর্ম চত্বরে এ উৎসবের আয়োজন করে জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন । উৎসবে জুম বাংলাদেশ স্কুলের ৬৫ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।
আম, জাম, কলা, লিচু, আনারস, কাঁঠাল, পেয়ারা, তরমুজ, লটকনসহ দেশি বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে সাজানো হয় এ উৎসব। তাছাড়াও ডিম, দুধ ও বিস্কুট ও দেয়া হয়।
এতে অংশ নেন কবি সরোজ দেব, শিক্ষক লুৎফর রহমান (এক টাকার মাস্টার), গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহিদ আহম্মেদ, রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, সাংস্কৃতিক কর্মী আরিফুল ইসলাম বাবু, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা সভাপতি আসিফ সরকার ও সাধারণ সমম্পাদক মোসােদ্দক মামুন, পল্লী আর্ত মানব সেবা সংস্থার নির্বাহী পরিচালক শওকত হোসেন, জুম বাংলাদেশর সমন্বয়ক মো. মেহেদী হাসান ও এনটি স্মরন প্রমুখ।