বাংলাদেশ কৃষকলীগের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
“মুজিব বর্ষে অঙ্গীকার ৩টি করে গাছ লাগান” এই স্লোগান সামনে রেখে আজ (১৫-০৬-২০২১ খ্রি.)
গণভবনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল গণভবন আঙিনায় দুটি গাছের চারা রোপণ করেন। প্রত্যককে দুটি করে গাছের চারা রোপণ করার আহবান করেন।