- কিডনি রোগে আক্রান্ত মাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে কর্মচারীরুপে দালালচক্রের হাতে মারপিটের শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদ আলম এবং বড় ভাই রিয়াজুল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারে প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সকাল ১১ টায় সাদুল্লাপুর পাবলিক লাইব্ররী এন্ড ক্লাব চত্বরের সামনে সাদুল্লাপুরের সর্বস্তরের জনগনের আয়োজনে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক ও সাবেক প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হক মিলন,সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাজ্জাত হোসেন পল্টন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন, ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল,জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল,কমরেড কামরুল ইসলাম,প্রজন্মলীগের নাহিদ,মানিক, সাকিল,শুভ, আরব,পলাশ,প্রমুখ।
উল্লেখঃ গত শুক্রবার রাতে তাদের মা রহিমা বেগম কিডনি রোগী সপ্তাহে তিনদিন তাকে হাসপাতালে ডায়ালাইসিস করতে হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে আসলে ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা জোর করে চায়। কর্তব্যরত কর্মচারীকে বলে ১০০ টাকা লাগবে। এ সময় তারা বলে রোগী ভর্তির জন্য টিকেটের মূল্য ৩০ টাকা তা হলে কেন ১০০ টাকা নিচ্ছেন। ১০০ টাকা নিলে রশিদ দেন। এ কথা বলার সাথে সাথে কর্মচারীরুপে দালাল রাশেদের গালে কয়েকটি থাপ্পড় মারে। এ সময় জরুরি বিভাগে থাকা অন্যান্য কর্মচারীরা এক যোগে রাশেদের উপর হামলা চালিয়ে কিল ঘুষি লাথি মারতে থাকে। এমন অবস্থায় বড় ভাই রিয়াজুল এগিয়ে এলে দুই ভাইকে অমানুষিক ভাবে মারধর করে আহত করা হয়। এরপর জরুরি বিভাগের একটি কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে গুরতর আহত অবস্থায় তাদের হাসপাতালের ১৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন আছে।