গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তিতায় নিম্নক্ত বিষয় গুলো বাস্তবায়নে জোড় দাবি জানিয়েছেনঃ-
১. গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
২.বালাসি ঘাটে টানেল স্থাপন।
৩. চর উন্নয়ন বোর্ড স্থাপন।
৪.দুই উপজেলার ১২৩৩ কিঃমিঃ রাস্তার মধ্যে ৮৯৫ কিঃমিঃ কাঁচা সড়কে পাকা করণ।
৫. সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর উপর চাঁন্দের বাজার ও জামুডাঙ্গা ও টুনির চর ব্রীজ।
৬. জেলার মহাসড়কে ট্রমা সেন্টার।
৭. সাদুল্লাপুর উপজেলার এ্যাম্বুলেন্স।
৮. দুই উপজেলায় স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য মা ও শিশু কেন্দ্র স্থাপনসহ ১০০ শয্যায় বাস্তবায়ন ও দুই উপজেলার ইউনিয়নে ১০ শয্যা মা ও শিশু কেন্দ্র স্থাপন।
৯. কোল্ডস্টোরেজসহ সাইলো স্থাপন ।
১০.সাদুল্লাপুর উপজেলায় রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন।
১১. উপজেলার টাউন হল স্থাপন ।
আজ ১৪ জুন সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যে গাইবান্ধা জেলার সর্বস্তরের মানুষের প্রানী দাবী গুলো বাস্তবায়নের দাবী জানানোর জন্য গাইবান্ধা জেলা সর্বস্তরের মানুষ গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনা করেছেন এবং কৃতজ্ঞা প্রকাশ করেছেন।