সকল জল্পনা-কল্পনা, বাধা-বিপত্তি ও পিছুটান পিছনে ফেলে অবশেষে ১৪ জুন সোমবার সকালে দো’আ অনুষ্ঠানের মধ্যদিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অগ্নিকান্ড-দূর্যোগ-দুর্ঘটনায় দিনরাত প্রতিটি মূহুর্ত্বে সার্বজনীন জনস্বার্থের সেবায় সদা জাগ্রত থাকবে গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। যাহার মোবাইল নাম্বার- ০১৭৯৯-১৬২-১১৬।
পৌর শহরের দক্ষিণ বন্দরের অদূরে মনোরম পরিবেশে অবস্থিত পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটির প্রথম মাস্টারের দায়ীত্ব গ্রহন করেছেন সাইয়েদ মো. ইমরান। সদা প্রানবন্ত ও হাস্যোজ্জ্বল স্বভাবের একজন টগবগে অফিসার সাইয়েদ মো.ইমরানের সহযোগী সহকর্মি হিসেবে আরো ২৪ জন জনবল কাজ করবে একযোগে। এছাড়াও থাকবে সাঁজোয়া যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। যথাযথ দায়ীত্ব পালন নির্বিঘ্ন করতে তিনি স্থানীয় সর্বস্তরের জনমানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দো’আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,গাইবান্ধা ফায়ার স্টেশনের উপ-পরিচালক এনামুল হক,পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন পরিচালক সাইয়েদ মো. ইমরান সহ সাংবাদিকবৃন্দ।
উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় থানা জামে মসজিদ এর পেশ ইমাম মোস্তাফিজার রহমান (রাজা )।√#