বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধার উদ্যোগে জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ, কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার সহ ১৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সোমবার গাইবান্ধা জেলা শহরে মিছিল -সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা,ডাঃ জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।
বক্তারা বলেন- জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ করে কৃষি ও কৃষক বাচাঁনোর দাবী জানান। সেই সাথে -ধান ভুট্টাসহ সকল কৃষিফসল লাভজনক মুল্যে সরকারি উদ্যোগে হাটে হাটে খোলা বাজারে ক্রয় , জেলায় জেলায় কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা নির্মান করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল – চিনিকল চালু, নদী ভাংগনের স্থায়ী সমাধান, জেলা – উপজেলা করোনা টেষ্ট ল্যাব স্থাপন,সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত,হাটে – হাটে ইজারাদারি জুলুম- নির্যাতন -হয়রানি বন্ধ,বিদুৎতের ভূতুরে বিল- হয়রানি বন্ধ ,কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার , বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরীব মানুষদের আর্মি রেটে রেশন সহ ক্ষেতমজুরদের সারা বছরের কাজের দাবী জানান।
শেষে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিডি গাইবান্ধা/