গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের খামারবোয়ালী দশকাউনিয়া গ্রামে স্বামী হারা অসহায় রীনা বেগমের বাঁচার স্বপ্ন বাস্তবায়নে পাশে দাড়িয়েছে সেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠান অংকুর ফাউন্ডেশন।
জানা গেছে-গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের খামারবোয়ালী দশকাউনিয়া গ্রামে মৃতঃ শাকিল মিয়ার স্ত্রী রীনা বেগম।
একমাত্র সন্তান ইব্রাহীমকে নিয়ে সুখেই দিন চলছিলো রীনা বেগমের।
কিন্তু হঠাৎ এক ঝরে সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। স্বামীর অকাল মৃত্যুতে সংসারে নেমে আসে এক অনাকাংক্ষিত যন্ত্রণা।
সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হাড়িয়ে দিশেহারা রীনা বেগম। অন্যের বাড়ি কাজ করে সংসার চালান।
সংসারে সহযোগিতা করতে একটা সেলাই মেশিন কিনে নিয়েছিল স্বামীর সামান্য আয় হতে কিছু টাকা সঞ্চয় করে। সে মেশিনটারও বেহাল অবস্থা। কংকাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এদিকে একমাত্র সন্তান ইব্রাহীমের পড়াশোনাও টাকার অভাবে বন্ধ হবার উপক্রম।
রীনা বেগম যখন দিশেহারা, ঠিক তখন গাইবান্ধার সেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠান অংকুর ফাউন্ডেশন এর সদস্য সুকমল মজুমদার সংবাদপেয়ে যেয়ে বিস্তারিত জানতে পারে সে সেলাইর কাজ জানতো, মেশিনও ছিলো, কিন্ত এখন মেশিনের হাডডি ছাড়া আর কিছুই নেই।
পরে অংকুরের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করায় কর্তৃপক্ষের নির্দেশে রবিবার রীনা বেগমকে একটি সিঙ্গার শেলাই মেশিন প্রদান করেন।
রীনা বেগমের বাঁচার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অংকুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ও বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি সরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক এবং অংকুর ফাউন্ডেশনের একজন একনিষ্ঠ সেচ্ছাসেবক রবীন্দ্রনাথ সাহা সহ অনেকে।
উল্লেখ্য, অংকুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ম পর থেকে বিভিন্ন অসহায় ও গরীব মানুষদের পাশে দাড়িয়ে সহযোগীতা করে যাচ্ছে।
বিডি গাইবান্ধা/