বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বে) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পীকার ও মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশিষ্ট কবি,সাহিত্যিক,কলামিস্ট আব্দুল হাই শিকদার,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেক।
উক্ত ভার্চুয়াল মিটিংয়ে গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিএনপির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করে।দিনাজপুর জেলা হতে ভার্চুয়ালী যোগ দেয় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমসহ অনেক নেতাকর্মী। ভার্চুয়াল আলোচনায় গাইবান্ধা জেলা বিএনপির কার্য্যালয় হতে অংশ গ্রহণ করে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। ১০ জুন ২১ সকাল সাড়ে ১০ টায় শুরু হয় এই ভার্চুয়াল আলোচনা। এছাড়াও উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি সহ সকল অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।