“কে কে এগ্রো” র বাণিজ্যিক ফল ও খাদ্যপন্য উৎপাদন এর গাইবান্ধায় দেশীয় ফলের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র’ গাইবান্ধা শহরের ডিবি রোডের বাস টার্মিনাল নিকট বৃহস্পতিবার দুপুরে ফারমার্স মার্কেট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷
শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা’র বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোঃ মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, গাইবান্ধা হার্টিকালচার এর উপ-পরিচালক ড. আরেফিন সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খাজানুর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য সম্পাদক মোঃ নওশের আলম, ফারমার্স মার্কেট উদ্দোক্তা মোঃ কিবরিয়া সহ অনেকে।
ফারমার্স মার্কেট উদ্দোক্তা মোঃ কিবরিয়া জানান- ফারমার্স মার্কেট ব্রান্ড নামে এসেছে। এর নামে বাগানে উৎপাদিত হচ্ছে দেশীয় ফল৷ এই বাগান থেকে কৃষি উপকরণ বিক্রয় ও বাজারজাত করা হয়। অনেকদিন হল বাগান করার শখ। বাগান তৈরি করার জন্য যে সকল তথ্য দিয়ে উদ্দোক্তাদের সহযোগীতার দরকার তা দিচ্ছি। তাদের উৎপাদিত ফল কিনে নিচ্ছি। ফারমার্স মার্কেট ব্যানারে তারা ভাল মূল্য পাচ্ছে। ফারমার্স মার্কেটের নামে ভোক্তাদের কাছে দেশীয় পন্য আম, মাল্টা, কমলা, পেয়ারা, ড্রাগন, জাম, কাঠাল, কলা,পেপে সহ সকল ফল বিক্রি হচ্ছে।
বিডি গাইবান্ধা/