গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষক লীগ নেতা মেহেদী হাসান বাড়ি থেকে টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে টাইম বোমটি উদ্ধার করা হয়।
মেহেদী হাসান দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, ‘সকালে মেহেদী হাসানের নির্মাণাধীন একটি ইটের ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে বস্তুটি সক্রীয় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘বস্তুটি দেখতে টাইম বোমা আকৃতির মতো। ধারণা করা হচ্ছে এটি টাইম বোমা। পুরো ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।’
বিডি গাইবান্ধা/