সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন ভূমি অফিসে অদ্য
ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে সেবা ক্যাম্পে ভূমি উন্নয়ন কর আদায় করে সেবা গ্রহীতাকে দাখিলা সরবরাহ করা হচ্ছে। উক্ত ভূমি অফিসটি বেলকা,শান্তিরাম ইউনিয়ন নিয়ে গঠিত।
বেলকা ইউনিয়ন ভূমি অফিসের ইউ এল এস এ ও মোঃ মহব্বত আলী বলেন, আমরা ভূমি সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত কিন্তু অত্যন্ত পরিতাপের সহিত বলতে হচ্ছে এত বড় রাজস্ব আদায়ের স্হান ভূমি অফিসগুলোতে জনবল কাঠামো এতই নগণ্য যে ২/৩ টি অফিস একজন তহশিলদারকে চালাতে হয়। এমনকি অন্যান্য কর্মচারীরও যথেষ্ট সংকট নিয়ে আমরা সরকারের এই সেবামূলক প্রতিষ্ঠান গুলো চালাচ্ছি। তিনি আরও বলেন,আমরা এলাকাবাসীর সহযোগিতাও কামনা করি।
বিডি গাইবান্ধা /উপ-সম্পাদক /মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)