গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গ্রাম্য সামাজিক কলোহের জের ধরে বাদীসহ পরিবারের লোকজনকে মারপিটসহ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মোঃ রুহুল আমিন বাদী হয়ে ৮ই জুন মঙ্গলবার সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় – সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাহাপাড়া (বাঁধের ওপর) গ্রামের মৃত ছামছুল হকের পুত্র রুহুল আমিনের পরিবারের সাথে প্রতিবেশী মৃত খোকা মিয়ার পুত্র শের আলীর পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হওয়ায় বিবাদীগণ প্রায় মারপিট করার হুমকী দিয়ে আসছিল। এরই জের ধরে ৮ই জুন মঙ্গলবার সকাল ৭.০০টায় ব্যাটারী ভাংচুরকে কেন্দ্র করে বিবাদীগণ গায়ে পড়ে ঝগড়া লাগায়। একপর্যায়ে শের আলীসহ পরিবারের লোকজন বেআইনি ভাবে রুহুল আমিনের বসতবাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকে। রুহুল আমিন, তার স্ত্রী ও মা বাঁধা দিলে তাদের ওপর হামলা করে শের আলীসহ তার লোকজন। এতে রুহুল আমিন, তার স্ত্রী জেসমিন বেগম ও মাতা হাছিনা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে -এ চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দেন। এবিষয়ে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন- উক্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।