গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা আঃ সাত্তার সরকারের স্ত্রী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রুলিনা বেগমের সু – চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বীরমুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজল হক সরকার।
আজ ৮ জুন মঙ্গলবার সকালে অসহায় এ মায়ের সন্তান রুবেলের হাতে তাহার মায়ের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন বলে জানা যায়। অসহায় পরিবারটি আর্থিক সহায়তা পেয়ে মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে বীরমুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজল হক সরকারের জন্য দোয়া করেন এবং তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনা করেন ।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজল হক সরকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ,পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মানবিক সহায়তা চালিয়ে যাচ্ছেন । এছাড়াও অত্র এলাকার মানুষের দূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছেন ।