গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৭ জুন) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া- গিদারী রাস্তা হতে মদনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম. সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী বেগম মাহমুদা রোজী, ঠিকাদার কাদের ভূঁইয়া, মজিবর রহমান, মুনসুর আলী প্রমুখ। নির্মাণাধীন রাস্তাটিতে ব্যয় হবে ২ লক্ষ ৩০ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব ট্রেডার্স রাস্তাটির নির্মাণ কাজ করছে।
পরে একই ইউনিয়নের ২ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা ব্যয়ে বালাসী রাস্তা হতে ফ্রেন্ডশীপ সেন্টারের পূর্ব পার্শ্বে ছানা মিয়ার বাড়ি পর্যন্ত এবং ২ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে বালাসী রাস্তা হতে মুক্তিযোদ্ধা বাসেদ মিয়ার বাড়ি পর্যন্ত অসমাপ্ত সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ।