গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সভাপতি এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে দলীয় নেতাকর্মীরা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবদেন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন,শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি,ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহব্বতজান চৌধুরী,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,উপজেলা তাতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু, সহ সভাপতি তারা মিয়া,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনুসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পৃথকভাবে উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।