-গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৪ বোতল মাদকদ্রব্য কোডিন মিশ্রিত ভারতীয় ফেন্সিডিলসহ আওলাদ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নির্দেশে পুলিশের একটি টিম ৬ জুন রোববার দুপুর দুপুরে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কে দুবলাগাড়ী নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে “হানিফ এন্টারপ্রাইজ” নামক একটি বাসে তল্লাসি চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ আওলাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আওলাদ হোসেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা (নামাপাড়া) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।##