গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ ফাইনাল ২ টি পৃথক ম্যাচে পলাশবাড়ী পৌর সভা বনাম উপজেলা প্রশাসন মহিলা দলের মধ্যকার খেলায় পলাশবাড়ী উপজেলা পৌরসভা ৩-০ গোলে উপজেলা প্রশাসন মহিলা টিম কে পরাজিত ও হোসেনপুর ইউনিয়ন পুরুষ টিম কে ১-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় পলাশবাড়ী পৌরসভা।
ফাইনাল ম্যাচের এ খেলায় বিজয়ী ও রানাস আপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কৃষকলীগ সাধরন সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ক্রীড়া ব্যাক্তিত্ব সুরুজ হক লিটন,আলহাজ্ব আব্দুল হামিদ উপজেলা ও পৌরসভার কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।