বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর নিদের্শনায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ৪৯৪ এর উদ্যোগে শ্রমিক চেক পোস্ট পৌর শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ড ও ঢাকা রংপুর মহাসড়কের ঢাকা স্ট্যান্ডে এলাকায় বসানো হয়েছে।
এ চেক পোস্ট হতে যাত্রী ও শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে পরিবহন পরিচালনায় সুরক্ষা সামগ্রী বিতরণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় এ চেক পোস্ট এর উদ্বোধন করেন গাইবান্ধা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নের স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন পরিচালনায় শ্রমিক ইউনিয়নের পক্ষে হতে সার্বিক সহযোগীতা করার অংশ হিসাবে সারাদেশে এ শ্রমিক চেক পোস্ট কার্যক্রম চলবে।