বাংলাদেশ জাতীয় সংসদ এর ডিপুটি স্পিকার ও এমপি উত্তরবঙ্গের কৃর্তি সন্তান এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপির এর সুস্থতা ও রোগ মুক্তি কামনায় কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পবনাপুর মহিলা কলেজ এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পবনাপুর মহিলা কলেজ এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোটবাবা,অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান মিজান,আলমগীর প্রধান,গোলাম মোস্তফা,রওশন আলম,মেহরাজ হোসেন,মোস্তাফা কামাল,রুহুল কবির ও অত্র কলেজের শিক্ষক কর্মচারি ও ছাত্রী অভিভাবক বৃন্দু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এ্যাডঃ ফজলে রাব্বি মিয়ার সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আলহাজ্ব রোকনুজ্জানান মন্ডল স্বপন।
উল্লেখ্য,সপ্তাহ খানিক আগে এ্যাড. ফজলে রাব্বি মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সুস্থ্য। হাসপাতাল থেকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।