গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল্লাহেল কাফি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার,এমপি পিএস এ্যাড. আনোয়ারুল আজিম , যুগ্ন সাধারণ সম্পাদক রনজিত কুমার অধিকারী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, খামারি আব্দুল বারী সরকার, দিলিপ কুমার সরকার ও সুমি আক্তার প্রমূখ।
ছয় ক্যাটাগড়িতে ২৬টি ষ্টল প্রদর্শনী করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।