গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে ও প্রানী সম্পদ ডেইরিউন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানী সম্পদ প্রদশর্নী মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুন (শনিবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রদশনীর উদ্বোধণ করেন ঢাকা থেকে মুঠোফোনে প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। শুরুতেই স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, সাংবাদিক গোপাল মহন্ত, খামারী মোছাঃ রোজিনা বেগম। শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরুস্কার সম্মননা সনদ হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়াও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প এর আওতায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন ও খামারীকে পুরুস্কার বিতরণ করা হয়।