জুম বাংলাদেশের আয়োজনে আজ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গ্রীষ্মকালীন ফল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জুম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা জনাব ইঞ্জিনিয়ার মো: খালেদ হুসাইন দিপু, জুম বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ পুলিশের এন্টিটেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি জনাব মো: মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ৪ এর পরিচালক মো: মোজাম্মেল হক, সহ-সভাপতি ইলাহী বেগম শারমিন, সহ-সভাপতি জেরিন সুলতানাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চচালনা করেন জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এসটি শাহীন প্রধান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জনাব খালেদ হুসাইন। তিনি বলেন জুম বাংলাদেশের প্রতিটি শিশু যেন বিভিন্ন প্রকার ফলের স্বাদ গ্রহন করতে পারে সেই জন্য এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি সমাজের উচ্চ বিত্ত এবং নি¤œ বিত্তের মধ্যে যে ব্যবধান সেই ব্যবধান দূর করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।
জুম বাংলাদেশের আজীবন সদস্য ও র্যাব-৪ এর পরিচালক মো: মোজাম্মেল হক বলেন জুম বাংলাদেশ সব সময় ভাল কাজ করে থাকে, সেই সাথে সমাজের যে কোন প্রয়োজনে জুম বাংলাদেশের সদস্যগণ সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে থাকে। করোনাকালীন সময়ে পথশিশুদের পুষ্টি ঘাটতি পুরণে জুম বাংলাদেশের ফল উৎসবের এই আয়োজন দেখে অনেক ভাল লেগেছে। তিনি জুম বাংলাদেশের সকল ভাল কাজে অংশ গ্রহণ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো: মনিরুজ্জামান বলেন জুম বাংলাদেশ প্রতিবছর ফল উৎসবের আয়োজন করলেও এবছরের আয়োজন ছিল ভিন্ন ধরনের। এই বছর শিশুদের পাশাপাশি তাদের পরিবারের সকল সদস্য যেন গ্রীষ্মকালীন ফলের স্বাদ গ্রহণ করতে পারেন সে জন্য শিশুদের ব্যাগ ভর্তি বিভিন্ন প্রকার ফল দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন জুম বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ মানুষদের ভাগ্য উন্নয়নে যে ধরনের কাজ করে থাকে তা সত্যিই প্রশংসার দাবিদার। তারা করোনাকালী সময়ে শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের মাঝে গ্রীষ্মকালীন ফল উৎসবের যে আয়োজন করেছে এটি দেখে আমি খুবই মুগ্ধ। বিশেষ করে তরুন যুব সমাজ যেভাবে এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ দেশের এই সংকটময় সময়ে অনেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও জুম বাংলাদেশের প্রতিটি কর্মী যে ভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের এই কাজ দেখে গর্বে বুক ভরে ওঠে। তিনি জুম বাংলাদেশের কাজের সাথে যুক্ত থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুম বাংলাদেশের সভাপতি মো: রুহুল আমিন সেলিম
উল্লেখ্য বর্তমানে জুম বাংলাদেশ ৭টি স্কুলসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে দেশের একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক রাজিব সরকার, সম্বয়ক শাহাদাত উল্ল্যাহ, সমন্বয়ক সাদেকুল ইসলাম, মিজানুর রহমান, আলী হুসাইন, সোহাগ, আল আমিন, নুরুন্নবী ফয়সাল ও আলী আফসার সায়র প্রমুখ।