লকডাউনে এলএসডি –
আলিফ রহমান
হিরোইন ফেন্সিডিল গাঁজার পরে
আসলো দেশে এলএসডি,
ছাত্ররা সব পড়ালেখা ছেড়ে
করছে নেশায় পিএইচডি।
লক ডাউনের ফাঁদে পরে
হচ্ছে নেশায় আসক্ত,
টিকটক লাইকি দেখতে যেয়েও
হচ্ছে ভীষণ বিরক্ত।
ফ্রি ফায়ার আর পাবজি খেলে
পড়েছি এক গ্যারাকলে,
স্কুল কলেজ বন্ধ হয়ে
পড়ালেখা সব রসাতলে।