গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল “বাংলাদেশ রয়টার্স” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার (৪ জুন) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে “বাংলাদেশ রয়টার্স” এর শুভ উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় ফুলছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রেসক্লবাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা যুবলীগে সাধারন সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা জর্জ কোর্টের এড. মোকছেদুর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য মুজিবুল হক ছানা,সাধারণ সদস্য ফারুক হোসেন, সদস্য মজিবর রহমান, গ্রামীণ নিউজ২৪ এর বার্তা সম্পাদক সাহিম রেজা, একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক রনিসহ প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পন। একমাত্র গণমাধ্যমই পারে সরকারের সহযোগী হয়ে উন্নয়নের সহযাত্রী হতে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সরকারের উন্নয়নের সহযোগী হয়ে কাজ করবে। এই আশা রাখছি এবং পত্রিকার পথচলাকে স্বাগত যানাচ্ছি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং “বাংলাদেশ রয়টার্স” এর জেলা প্রতিনিধি রাজু সরকার।