গাইবান্ধার গোবিন্দগঞ্জে হরিরামপুর অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আমজাদ হোসেন স্ত্রী সাদা রাণী (৪০)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বাড়িতে অটো ভ্যানে চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এসময় স্থানীয়রা মেইন সুইচ অফ করে তাকে উদ্ধার করে। তার একটি হাত ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান আলী সাজু বিডিয়ার বলেন, অটোভ্যান চার্জ দিতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।