গত ২৭ মে ২০২১ (বৃহস্পতিবার) ভাতগ্রাম অরুণ আলো রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উদ্বোধন করে পর্যায়ক্রমে , কৃষ্ণপুর,(২৮ মে ২১),বকশিগঞ্জ(২৯ মে ২১) ইদ্রাকপুর (১ জুন ২১) মলোংবাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জন প্রতি ২০ টাকায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করে ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশন নামে সংগঠন টি।ইউনিক আইডি খোলাকে সামনে রেখে রক্তের গ্রুপ নির্ণয় করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।ফাউন্ডেশনের কর্তৃপক্ষ জানায় তারা এ পর্যন্ত মোট ৩৮০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছে।
ক্যাম্পেইন পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন,ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আখিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহা-আলম মিয়া, সহ-সাংগাঠনিক সম্পাদক মোঃ খোকন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শাম্মী আক্তার। উপস্থিত ছিলেন,,, ডাঃ মোঃ রাব্বি সরকার,, ডাঃ মোঃ বাপ্পী হোসেন,,এছাড়া যেসকল সদস্য উপস্থিত ছিলেন মোঃ সৌরভ সরকার, মোঃ জাহিদ হাসান, পাপ্পু,উৎপল,রফিক, আশিক, প্রোমদ, কনক,মাহাবুর,রিপা আক্তার, সুজন,সজীব,নদী আক্তার,সোহেব, সোহেল, ফুহাদ,রংলাল, গৌতম সরকার, ।
ফাউন্ডেশনের সভাপতি জানান, আমরা ইউনিক আইডি খোলাকে সামনে রেখে এই উদ্যোগ নিয়েছি।এর ফলে শিক্ষার্থীরা খুব সহজেই রক্তের গ্রুপ নির্ণয় করাতে পারছে এবং অর্থ সাশ্রয় হচ্ছে,কারণ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সাধারণত রক্তের গ্রুপ নির্ণয় ৫০/৭০ টাকা নেয়।কিন্তু আমরা মাত্র ২০ টাকায় মেডিকেল টেকনলজিসের মাধ্যমে নির্ভুল ভাবে রক্তের গ্রুপ নির্ণয় করে দিতেছি।