′′ স্বাধীনতার পর থেকে খাদ্য উৎপাদনে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ । সময়ের সাথে জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা অর্জন করেছে “. বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় বক্তব্য রাখেন তারা । ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশ ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিসিও কর্তৃক পরিচালিত টেকসই সুযোগ পুষ্টি শাসন (SONGO) প্রকল্পের সহযোগীতায় বৈঠক আয়োজন করেছে ডিএনসিসি প্রশাসন ।
গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন (সিএস) ডা. এএম আখতারুজ্জামানও স্বাগত বক্তৃতা দেন এবং তারপর তিনি পূর্ববর্তী সংকল্পের সংক্ষিপ্ত বিবরণ দেন এবং কমিটির কার্যকলাপ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন । এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সদর ইউএনও মো. রাফিউল আলম জেলা পশু কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দয়ন দুলু, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিটিও) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাহেরা বানু, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ মাহফুজার রহমান, অপারেশন লিড, এসংগো প্রকল্প, আইসিসিও সহযোগিতা মোস্তফা নুরুল ইসলাম রেজা, জেলা সমন্বয়কারী নিউট্রিশন ইন্টারন্যাশনাল, গাইবান্ধা রায়হানা ইসলাম, মৈত্রী আব্দুস সালামের আঞ্চলিক সমন্বয়কারী, সিনিয়র সাংবাদিক সরকার মোহাম্মদ শহীদুজ্জামান ও আবেদুর রহমান স্বপন যখন গানও প্রকল্পের উপদেষ্টা পুষ্টি শাসন ব্যবস্থাপনা মো. তৌফিকুল ইসলাম মডারেটর ছিলেন ।
এর আগে গাইবান্ধা জেলায় পুষ্টির উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনাও অনুষ্ঠানে পর্দায় দেখানো হয়। বক্তৃতায় বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ বেঁচে থাকার জন্য দিনে তিনগুণ ভাত নেয় । এটা দেখে সারা দেশে ভিটামিন সমৃদ্ধ চাল উৎপাদন করাই বুদ্ধিমানের কাজ । যেহেতু খাদ্যেও মানুষের প্রবেশের উন্নতি হয়েছে, পুষ্টিকর ও মানসম্পন্ন খাদ্য গ্রহণ নিশ্চিত করার উপর জোর দেওয়া উচিত, তারা যোগ করেছে । বক্তৃতায় ডিএই সাহেরা বানু এর ডিটিও বলেন, ডিএই ধান-48, 84 জেলার কৃষক পর্যায়ে ভিটামিন সমৃদ্ধ ধান-বিআরআই ধান-62 এর চাষাবাদ জনপ্রিয় করে আসছে চাল থেকে পুষ্টি পেতে .. পুষ্টির চাহিদা পূরণে এ সময়ে জেলার কৃষক পর্যায়ে জিঙ্ক সমৃদ্ধ চাল উৎপাদন করা হচ্ছে, তিনি যোগ করেন । পুষ্টির চাহিদা পূরণে জেলায় জেলায় ভিটামিন সমৃদ্ধ কমলা ফ্লাশ মিষ্টি আলুও চাষ হচ্ছে । আলোচনার পর ডিএনসিসি কমিটির কার্যকলাপকে আরো কার্যকর ও সফল করার লক্ষ্যে পদক্ষেপ পরিকল্পনার পাশাপাশি বৈঠকে অনেক সুপারিশও গৃহীত হয় ।