রংপুর শহরের কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে গাছের নিচে ফেলে যাওয়া কাপড়ে মোড়ানো হঠাৎ নবজাতকের কান্না শুনতে পায় স্থানীয় কিছু লোক।
নারী না কাটা জীবিত নবজাতককে উদ্ধারের জন্য বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে ওই নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে শিশুটিকে হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।
বুধবার (০২ জুন) বেলা আনুমানিক ১টার দিকে কেরামতিয়া মসজিদ মাঠের একটি গাছের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজিবুজ্জামান বসুনিয়া।
তিনি জানান, দুপুরে মসজিদের মাঠে একটি গাছের নিচ থেকে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী আনিছুর /চান মিয়া সহ অনেকেই জানান, বেলা আনুমানিক ১টার দিকে কেরামতিয়া জামে মসজিদের মাঠে লোকজনকে জড়ো হতে দেখে কাছে গিয়ে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো একটি বাচ্চাকে দেখেছি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে জানিয়ে রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নাড়ি না কাটায় ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক-দুই দিন হবে। উদ্ধার হওয়া নবজাতকটি মেয়ে সন্তান। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।