গাইবান্ধা জেলার ফুলছড়িতে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর উদ্যোগে সর্বস্তরের সকল বয়সের মানুষের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ জুন বুধবার সকালে জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ভূষির ভিটা এলাকায় নদী ভাঙ্গনের কবলে পরে নিঃস্ব হতে যাওয়া শতাধিক পরিবারের কয়েকশত মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উড়িয়া ইউনিয়ন বাসীর সাথে একাত্মতা ঘোষনা করে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। মানববন্ধন চলাকালে জিএম সেলিম পারভেজ বলেন, আমি বিভিন্ন ভাবে জানতে পেরেছি এই এলাকার ভাঙ্গন রোধে ২ কোটি টাকার একটি বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু বরাদ্দকৃত টাকার ব্যাবহার এখনো শুরু করেনি স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তিনি আরো বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বরাদ্দকৃত টাকা দিয়ে কাজ শুরু করা না হলে আমরা আগামী ১৬ জুন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করাসহ বৃহত্তর কর্মসূচী হাতে নেওয়া হবে।