গাইবান্ধা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ- ১৭) ফুটবল টুর্নামেন্ট ২০২১ আজ ২জুন বুধবার সকাল ১০টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়নের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা ।
জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বল্লমঝার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম মাজেদ উদ্দিন খানসহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচের খেলায় বল্লমঝার ইউনিয়ন ৫ – ০ গোলে বোয়ালী ইউনিয়নকে পরাজিত করে।