সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সকল সদস্য কর্মীর প্রিয় নেতা,যার নেতৃতে সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগ গাইবান্ধা জেলার বুকে গর্বের সাথে মাথা উচু করে আছে।শত শত ছাত্রলীগ কর্মীর আস্থাভাজন নেতা মোঃ মোন্তেজার রহমান চঞ্চলের জন্মদিন পালন করলো সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগ।
আজ ৩১ জুন মঙ্গলবার, সন্ধায় সাদুল্লাপুর ছাত্রলীগ কার্যালয়ে সকল নেতাকর্মীকে নিয়ে কেক কর্তন করা হয়।
কেক কর্তন অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মোঃ মোন্তেজার রহমান চঞ্চল উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন,সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সকল সদস্যের শ্রদ্ধা ও ভালোবাসা আমাকে নেতৃত্ব দিতে সাহস যোগায়।আমি সব ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি।আমি তোমাদেরকে নিয়েই পথ চলব।