নিয়ম না মেনে অবৈধভাবে প্রকৌঃ ছিদ্দিকুর রহমান গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
বনবিভাগের ছাড়পত্রের পাশাপাশি দরপত্র আহ্বান ছাড়াই গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাস থেকে একটি মেহগনি গাছ গত ২৯.০৫.২০২১ ইং তারিখে সরকারি গাছ কর্তন করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রকৌঃ ছিদ্দিকুর রহমান বাস ভবনের পিছনে বিশাল ১টি মেহগনি গাছ কাটিয়ে লুকিয়ে রাখছে এবং গাছের গড়ায় পাতা দিয়ে ঢেকে রাখছে। প্রকৌঃ ছিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদেরকে জানান গাছটির মূল্য কত হতে পারে এই গাছ বিক্রি করে আমরা কি করব। ১টি সরকারি প্রতিষ্ঠানের গাছ কিভাবে কাটতে পারে একজন প্রকৌঃ ছিদ্দিকুর রহমান জনমনে প্রশ্ন জেগেছে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসরণ কিংবা বন বিভাগের অনুমতির প্রয়োজন মনে করেননি উক্ত প্রতিষ্ঠনের কর্তৃপক্ষ প্রকৌঃ ছিদ্দিকুর রহমান। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।